‘ইরান অচিরেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৮:১৬ AM
আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার নতুন ইঙ্গিত দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা করে আসছে, যা মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুসারে করা হয়েছে। তবে এ সহযোগিতার বিনিময়ে তেহরান কোনো সুফল পায়নি।
অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, ‘চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো দেশ চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে এবং ইরানও আগামী কিছুদিন বা সপ্তাহের মধ্যে সেই পথ বেছে নিতে পারে।
তিনি বলেন, অনেক দেশই এই চুক্তির সদস্য নয়, যেমন ইসরায়েল। ইরানও সেই পথে হাঁটতে পারে। বিশেষ করে যেহেতু ইরানের যেসব পারমাণবিক স্থাপনাগুলো আইএইএর নিয়মিত তদারকির আওতায় ছিল, সেগুলোর ওপর হামলা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
আরও পড়ুন: কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন মোড়
ফোয়াদ ইজাদি জোর দিয়ে বলেন, ‘এসব স্থাপনায় হামলা করা সম্পূর্ণ বেআইনি, বিশেষত যেগুলো আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে থাকে। ফলে এই চুক্তির সদস্যপদ ইরানের কোনো উপকারে আসেনি। ইরানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। আমার ধারণা, এ বিষয়ে আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে।’
বিশ্লেষকদের মতে, ইরানের এ সম্ভাব্য পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।