ভারতে ফের বিমানে আগুন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:০১ AM
ভারতের লখনউয়ে চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (এসভি ৩১১২) চাকা হঠাৎ করে আগুন ধরে যায়। ভয়াবহ এ ঘটনার সময় বিমানে প্রায় ২৫০ জন হজযাত্রী ছিলেন। রোববার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, জেদ্দা থেকে রওনা হওয়া ‘এসভি ৩১১২’ ফ্লাইটটি শনিবার (১৪ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউয়ে পৌঁছায়। অবতরণের পরপরই বিমানের বাঁ পাশের একটি চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়।
বিষয়টি বুঝতে পেরে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন। পরে বিমানটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেওয়া হয় এবং সেখানেই যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি ব্যবহার করে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে জানা যায়, হাইড্রলিক সিস্টেমে আকস্মিক ত্রুটির কারণে চাকায় অতিরিক্ত ঘর্ষণ হয় এবং তা থেকেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ ত্রুটি যদি টেকঅফের সময় ঘটত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সৌদি থেকে হজযাত্রীদের নিয়ে আসা এই ফ্লাইটটি খালি অবস্থায় ফেরার কথা ছিল।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কিছুদিন আগেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদের মেঘানিনগরের একটি মেডিকেল কলেজে বিধ্বস্ত হয়। গত ১২ জুন দুপুর ১টা ৩৯ মিনিটে উড্ডয়নের পরপরই ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে থাকা আরও ২৯ জন নিহত হন।