জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ইসলামী আন্দোলনের তিন নেতা © সংগৃহীত
ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তিন নেতা। তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমানিকা ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিয়ান ইসলাম রাইহান, চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ ইমাম উদ্দিন এবং একই সংগঠনের সদস্য হাফেজ তরিকুল ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা–৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে ১০ দলীয় নির্বাচনীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে যোগ দেওয়া এই তিন নেতা দীর্ঘদিন ধরে চরমোনাই পীরের অনুসারী ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চরমানিকা ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জামায়াতে ইসলামী’র নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তারা ইসলামী আন্দোলন ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।