ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। শনিবার (১৪ জুন) ভোর পর্যন্ত ইরান এ হামলা চালায় দেশটি। খবর টাইমস অব ইসরায়েলের
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দেয়া হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে তেহরান এই পাল্টা আঘাত হানে। এতে ইসরায়েলের বিভিন্ন শহরে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার জেরে পুরো ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ইরানের হামলায় প্রায় ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বাকিরা হালকা থেকে মাঝারি আহত বা তীব্র উদ্বেগের মধ্যে ছিলেন।
ইরানি মিডিয়া দাবি করেছে, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, রাতের চারটি হামলায় প্রতিটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছিল। যদিও নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।