ফের ইসরায়েলে মিসাইল হামলা করল ইরান
ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাজধানী তেলআবিব ও অধিকৃত জেরুজালেম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।
আক্রমণ ঠেকাতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ওই এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র পড়ে থাকতে দেখা গেছে। তবে তা ইরানের ছোড়া মিসাইল, না কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের নতুন হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (১৪ জুন) ভোরে মিসাইল আঘাত হেনেছে এবং ইরানি মিডিয়া জানায়, সাইরেনের শব্দ শোনা যাচ্ছে ও বিভিন্ন জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে।
এর আগে, শুক্রবার মধ্যরাতে একযোগে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন ছুড়েছে তেহরান। যখন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল তখন জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে এর অধিকাংশই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় আকাশে ট্রেসার ফায়ারের রেখা দেখা যায়, যা ইসরায়েলের পাল্টা প্রতিরোধের প্রমাণ।