সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

১৩ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৮ PM

© এএফপি

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় সেখানে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এ হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

এর আগে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি অভিযানে একজন নিহত হওয়ার খবর প্রকাশ করে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা নেতারা দামেস্কের ওই ভবনে বসবাস করছেন সন্দেহে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে ইসলামিক জিহাদের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, সামরিক বাহিনী গোষ্ঠীগুলোকে সিরিয়ার ভূখণ্ডে নিজেদের অবস্থান তৈরি করতে ও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে দেবে না।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের ভবনকে লক্ষ্য করে হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দামেস্কে হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। কাটজ বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাসবাদের কোনও ক্ষমা করা হবে না। আর এই সন্ত্রাসবাদ দামেস্ক অথবা অন্য কোথাও হোক না কেন। আমরা সিরিয়াকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে দেব না।’

গত নভেম্বরে সিরিয়ায় সরকারবিরোধী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস) ক্ষমতা দখলের অভিযান শুরু করে। মাত্র ১২ দিনের মধ্যে, ৮ ডিসেম্বর, বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার পতন হয় এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সপরিবারে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট পদে আছেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল শারা। সিরিয়ায় নতুন ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী হুমকি দিয়ে আসছে। ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ইরান-সমর্থিত এবং ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।

সূত্র: এএফপি

৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9