বয়স পেরিয়ে যাচ্ছে, দ্রুত ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) লোগো
বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) লোগো  © টিডিসি সম্পাদিত

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আজ রবিবার (৩০ নভেম্বর) এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেন তারা। 

আবেদনে বলা হয়, এনটিআরসি-এর বিধি মোতাবেক প্রতিবছর একটি করে সার্কুলার প্রকাশ করার কথা। কিন্তু ২ বছর ধরে এনটিআরসি, এর ১৯তম সার্কুলার প্রকাশ হচ্ছে না। এতে ১৯তম প্রার্থীদের অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, লক্ষাধিক পোস্ট থাকায় পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। 

১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের আশা, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা। অতি স্বল্প সময়ের মধ্যে এ সার্কুলার প্রকাশ করার প্রত্যাশা করেন চাকরি প্রার্থীরা।


সর্বশেষ সংবাদ