বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদের ই-রিকুইজিশন নির্দেশিকা প্রকাশ এনটিআরসিএর

বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ
বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ই-রিকুইজিশনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, e-Requisition ফরমটি পূরণের সময় এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ই-রিকুইজিশন নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের ( Entry Level) শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা (e-Requisition) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা (e-Requisition) ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। অনলাইনে চাহিদা (e- Requisition) প্রদানের পর পরবর্তী ০৩ (তিন) দিনের মধ্যে e-Requisition ফি জমা প্রদান করতে হবে।

আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এনটিআরসিএ-তে নিবন্ধনকৃত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোন নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে, সে সকল শূন্যপদের চাহিদা (e-Requisition) প্রদান করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা NTRCA ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে e Requisition প্লাটফরমে প্রবেশ করত অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।


সর্বশেষ সংবাদ