বিশেষ গণবিজ্ঞপ্তি না পেলে এনটিআরসিএ 'শাটডাউনের' হুমকি

১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়ায় প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ রবিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে এনটিআরসিএ শাটডাউনের হুমকি দিয়েছেন তারা।

প্রার্থীরা জানান, গত ১৩ অক্টোবর শাহবাগ থেকে এনটিআরসিএ কার্যালয় পর্যন্ত লংমার্চের পর তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এনটিআরসিএর চেয়ারম্যান। তখন রমনা জোনের ডিসি মাসুদ আলম, ইনস্পেক্টর আহসানুজ্জানসহ এনটিআরসিএর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘোষণা অনুযায়ী আগামীকাল এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। প্রার্থীদের দাবি, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শূন্যপদ যুক্ত করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তা না হলে এনটিআরসিএ শাটডাউনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাদের অভিযোগ, এনটিআরসিএ ইতোমধ্যে জুন অথবা ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে, যা তাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রস্তাবটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রার্থীরা বলেন, প্রিলি, লিখিত ও ভাইভা, তিন ধাপ উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, শিক্ষা সচিব বিষয়টিতে ইতিবাচক থাকলেও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের বিরোধিতার কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

সুপারিশবঞ্চিত প্রার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিষয়টি সমাধানে আন্দোলনরত প্রার্থীরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9