গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই এ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গণবিজ্ঞপ্তির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শূন্য পদের তথ্য সংশোধনের জন্য তিনদিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে ৩০ জুন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়ার কথা উল্লেখ করা হলেও আসন্ন নির্বাচনের কারণে সেটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: ২৬০০ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা

এ কর্মকর্তা আরও বলেন, ‘টেলিটকের সঙ্গে আলোচনায় আমরা একটি ড্রাফট করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার এ সংক্রান্ত চিঠি টেলিটকের কাছে পাঠানো হবে।’ তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ