আপৎকালীন ড. ইউনূসেই আস্থা: আসিফ আকবর 

আসিফ আকবর
আসিফ আকবর  © ফাইল ফটো

দেশের সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে সরব জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন এই শিল্পী, জানিয়েছেন তার মতামত। আপৎকালীন সময়ে ড. ইউনূসের প্রতি তার আস্থার কথা জানিয়েছেন তিনি।

রবিবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের মতামত তুলে ধরেছেন শিল্পী আসিফ আকবর। 

সম্প্রতি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় ছাত্র উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ। আসিফ মাহমুদের সঙ্গে এই নেতার হাত মেলানোর একটি ছবি শেয়ার করেছেন আসিফ আকবর। যেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকেও দেখা গেছে।

আরও পড়ুন: মানবিক করিডর ও বন্দরে ‘না’ জামায়াত আমিরের

তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি শেয়ার করে আসিফ আকবার তার পোস্টে লিখেছেন, ‘অধ্যাপক আলী রীয়াজ স্যার, সম্মানিত প্রধান সংবিধান সংস্কার কমিশন। সুদর্শন এবং অভিজ্ঞ জাতীয়তাবাদী রাজনৈতিক সালাহউদ্দীন আহমেদ ভাই। মহান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তরুণ তুর্কি। ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি।’

আসিফ আকবর আরও লিখেছেন, ‘দেশের এই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস স্যারেই আস্থা। সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা। সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না, জুলাই বিপ্লব ব্যর্থ হবে না।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!