হামলার পর বিক্ষোভ করেন জামায়াতের নেতা-কর্মীরা © সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে ভোট চাওয়াকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপির সমর্থক সুজন চৌকিদার। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি বাড়িতে ভোটের জন্য প্রচারণা চালাতে গেলে সিফাত চৌকিদার তাকে কটুক্তি করে কথা বলেন। এসময় সুজন চৌকিদার প্রতিবাদ জানান। তখন পরিস্থিতি শান্ত করে বেল্লাল ব্যাপারি ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর সিফাত ও সুজনের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে সুজনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সিফাতকে মারধর করেন।
এ ঘটনায় আহত সিফাত ও সুজন উভয়েই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আমি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।