রুয়েট ক্যাম্পাসে ‘আরসিএফ টেক ফেস্ট’ অনুষ্ঠিত © টিডিসি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তিভিত্তিক আয়োজন ‘আরসিএফ টেক ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ক্যারিয়ার ফোরামের উদ্যোগে আয়োজিত এই টেক ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
টেক ফেস্টে মোট তিনটি ভিন্নধর্মী পর্ব অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ‘স্টার্টআপ সামিট’ পর্বে অংশগ্রহণকারীরা দুই রাউন্ডে তাদের উদ্ভাবনী ও ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন। এ পর্বে আইডিয়ার শক্তি, বাজার সম্ভাবনা ও উপস্থাপনার দক্ষতাকে মূল্যায়নের ভিত্তি হিসেবে ধরা হয়। ‘লাইন ফলোয়িং রোবট (এলএফআর)’ পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের ডিজাইনকৃত রোবট প্রদর্শন করে, যা নির্ধারিত ট্র্যাকে গতি ও নির্ভুলতার সঙ্গে চলতে সক্ষম। এ পর্বে প্রতিযোগীদের লজিক, কন্ট্রোল সিস্টেম ও যান্ত্রিক দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি ‘ক্যাডক্র্যাফট’ পর্বে শিক্ষার্থীরা কম্পিউটার এইডেড ডিজাইন টুল ব্যবহার করে ডিজিটাল মডেল তৈরি করেন, যেখানে সৃজনশীলতা ও প্রকৌশলবিদ্যার প্রায়োগিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে লাইন ফলোয়িং রোবট (এলএফআর) পর্বে চ্যাম্পিয়ন হয় রোবোজন বিডি। এ পর্বে রানার্সআপ হয় শেষ নওয়াব এবং দ্বিতীয় রানার্সআপ হয় টিম রোবোমোর। স্টার্টআপ সামিট পর্বে চ্যাম্পিয়ন হয় সিস্টেম সেগ সল্যুশনস, রানার্সআপ এসএএস এবং দ্বিতীয় রানার্সআপ হয় টিম ফিদার প্যারাডক্স। এছাড়া ক্যাডক্র্যাফট পর্বে চ্যাম্পিয়ন হন রিসাভ সাহা, রানার্সআপ সীমান্ত রায় এবং দ্বিতীয় রানার্সআপ হন হাসান আবির বিশ্বাস।
ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ক্যারিয়ার ফোরামের উপদেষ্টা ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিক। তিনি টেক ফেস্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মোট ১ লাখ ১৮ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন। এর মধ্যে সর্বোচ্চ প্রাইজমানি হিসেবে স্টার্টআপ সামিটের চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা, লাইন ফলোয়িং রোবট (এলএফআর) পর্বে মোট ৩৫ হাজার টাকা এবং ক্যাডক্র্যাফট পর্বে মোট ২৩ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন। ফেস্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি মো. ফজলে রাব্বি এবং সাধারণ সম্পাদক সালমা আনিকা।
আরসিএফ টেক ফেস্টের মূল লক্ষ্য শিক্ষার্থীদের একত্রিত করে উদ্ভাবন অন্বেষণ, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। এই ফেস্টটি একটি ইন্টার্যাকটিভ ও শিক্ষণভিত্তিক প্ল্যাটফর্ম, যা প্রযুক্তি, প্রকৌশল, ডিজাইন ও উদ্যোক্তায় আগ্রহী শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তব সমস্যার সমাধান ও সৃজনশীলতা প্রকাশে উৎসাহিত করে।
রুয়েট ক্যারিয়ার ফোরামের এই আয়োজন দেশের প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং পেশাদার দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ভবিষ্যৎ প্রযুক্তিনেতা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।