আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী

২২ জানুয়ারি ২০২৬, ০৩:১০ PM
রুয়েট ভর্তি পরীক্ষার্থী

রুয়েট ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও অংশ নিয়েছেন ১৫ হাজার ৫৬৭ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২৭০০ শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১৫ শতাংশ।। এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৮৭৮ জন। অন্যদিকে বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৬৮৯ জন। 

এর আগে আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিভাবকদের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। 

কোন বিভাগে কত আসন

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০ আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০, আর্কিটেকচারে ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৩০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ আসনসহ মোট আসন ১ হাজার ২৩০টি।

সংরক্ষিত আসন ৫টি। (বান্দরবান জেলার অধিবাসী ১টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ৪টি)।

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু
  • ২২ জানুয়ারি ২০২৬