নাফিস © সৌজন্যে প্রাপ্ত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের মেধাবী শিক্ষার্থী নাফিস। দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি নিজ জেলা বরিশালের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছেন।
নাফিস বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও লক্ষ্যনিষ্ঠ প্রস্তুতির মাধ্যমে তিনি নিজেকে এই সাফল্যের জন্য প্রস্তুত করেন।
রুয়েটে প্রথম স্থান অর্জনের আগেও বিভিন্ন শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন নাফিস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি চতুর্থ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৃতীয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২৫তম স্থান অর্জন করেন।
তার এই ধারাবাহিক সাফল্যে পরিবার, শিক্ষক ও বরিশালবাসী আনন্দিত ও গর্বিত। নাফিসের এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে