মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ২ হাজার ৯৩২টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এসব শূন্যপদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দাখিল মাদ্রাসায় সুপার (অধ্যক্ষ) পদে শূন্যপদ রয়েছে ৮৯৯টি এবং সহকারী সুপার পদে রয়েছে ১ হাজার ৪টি। কামিল মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ রয়েছে ৫৪টি এবং উপাধ্যক্ষ পদে রয়েছে ৩৪টি।
এ ছাড়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৩৪৩টি ও উপাধ্যক্ষ পদে ২০২টি শূন্যপদ রয়েছে। আলিম মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ রয়েছে ৩৭৭টি এবং উপাধ্যক্ষ পদে রয়েছে ২১৯টি।
সংশ্লিষ্টরা বলছেন, এসব শূন্যপদ এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ার আওতায় এলে দীর্ঘদিনের শিক্ষক সংকট কিছুটা হলেও কাটবে।