বেতবাড়ি মডেল মাদরাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান
মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান  © সংগৃহীত

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি গ্রামের শিক্ষার্থীদের মেধাবী, পরিশ্রমী ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বেতবাড়ি মডেল মাদরাসা ও ইয়াতিমখানার। অনাগত দিনের জন্য দা’য়ী ইলাল্লাহ, সৎ, যোগ্য, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরির শূন্যতা পূরণের প্রয়াসে প্রচলিত ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই পাঠদান কার্যক্রম শুরু করবে এই প্রতিষ্ঠানটি।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বেতবাড়ী, বাঁশদি, ভবানীপুর, গোপালপুর, হোরবাড়ী এবং এনায়েতপুরসহ আশপাশের গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং পল্লী চিকিৎসক ও শিক্ষানুরাগী মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ এইচ এম জোবায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে পরামর্শমূলক বক্তব্য রাখেন- শিক্ষাবিদ আফজাল হোসেন বাচ্চু, হাফেজ আব্দুল আজিজসহ প্রমূখ। 

মূল বক্তব্যে এইচ এম জোবায়ের বলেন, আমরা বেতবাড়ী গ্রাম এবং বিশেষকরে ফুলবাড়ীয়া উপজেলার প্রতিটি শিশুকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। একাডেমিক উৎকর্ষ সাধনের পাশাপাশি যারা হবে উন্নত নৈতিকতায় বলিয়ান। আমরা ৫ম শ্রেণির মধ্যে শিক্ষার্থীদের হিফজ সম্পন্নের পাশাপাশি বিশ্বমানের হাফেজ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। তাছাড়া, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও যোগ্যতাকে যাচাই করতে চাই। আমরা চাই প্রতিটি ঘরে একজন হাফেজে কুরআন বা আলেম তৈরি হোক যারা তার পরিবারকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে- কুরআন তেলাওয়াত, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিড়া, কুইজ প্রতিযোগিতাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিসের দিকে যথেষ্ট গুরুত্বারোপ করবে। মেধার জগতে শ্রেষ্ঠত্বের সাথে সামাজিক নেতৃত্ব গ্রহণেও তারা হবে অসাধারণ।

জোবায়ের বলেন, প্রতিষ্ঠানটি একাধারে মাদ্রাসা শিক্ষা এবং প্রচলিত শিক্ষার সমন্বিত কারিকুলামের ভিত্তিতে এগিয়ে যাবে। দেশের যে কোন মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তারা অনায়াসে নিজেদের স্থান করে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে ডা. মো. মোশারফ হোসেন বলেন, একাকার কোমলমতি শিশুদের আলোর দিশা দিবে বেতবাড়ী মডেল মাদ্রাসা ও ইয়াতিমখানা। গ্রামে বসে শহরের মানের প্রতিষ্ঠান শুরু করতে পেরে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।


সর্বশেষ সংবাদ