২০২৬ সালে ৫০০ দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি ট্রেড ইন্সট্রাক্টরদের

২৭ নভেম্বর ২০২৫, ০৯:০০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

দেশের মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে ২০২৬ সালেই ৫০০টি দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি জানিয়েছেন দাখিল ভোকেশনাল শাখার নিবন্ধনপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টররা। এ দাবিতে তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ট্রেড ইন্সট্রাক্টর ফোরামের পক্ষে মো. রাশেদ মোশারফ, প্রকৌশলী মিজানুর রহমান গাজী ও প্রকৌশলী আহসান আজীজ সুমন এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৩ জুলাই সিলেট বিভাগীয় সেমিনারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম জানিয়েছিলেন যে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালে অতিরিক্ত ৫০০টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে। ইনস্ট্রাক্টররা সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তাদের মতে, মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আধুনিক চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভোকেশনাল শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি, সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তি হার ৩০ শতাংশে উন্নীত করতে হলে আগামী বছরই নতুন ৫০০ মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালু করা জরুরি।

স্মারকলিপিতে আরও বলা হয়, ভোকেশনাল শিক্ষার প্রসার তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ মোশাররফ বলেন, 'মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ৫০০টি মাদ্রাসা যে প্রকল্পের অধীনে বাস্তবায়ন হবে, সেই প্রকল্পের মেয়াদ এখনো বৃদ্ধি করা হয়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে ২০২৬ সাল থেকেই ৫০০টি মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালু হবে।' 

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9