৬ গরু কোরবানি দেবে তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার ছাত্রশিবির, ক্যাম্পাসেই ঈদ উদযাপন
- তা'মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬টি গরু কোরবানি দেবে ইসলামী ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন ৪টি এবং পরদিন আরও ২টি গরু কোরবানি করা হবে।
ছাত্রশিবিরের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ক্যাম্পাসেই ঈদ উদযাপন করছেন টঙ্গী শাখার নেতাকর্মীরা। শাখা সেক্রেটারি সাইদুল ইসলামের নেতৃত্বে ঈদ উদযাপন করছেন প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আলিম থানা সভাপতি শোয়াইবার রহমান এবং দাখিল থানা সভাপতি মাসুম বিল্লাহসহ আল ইত্তেহাদ ফাউন্ডেশনের পরিচালক রিয়াজুর হক রিপনসহ অন্যান্য নেতারা।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানিকৃত পশুর মাংস ক্যাম্পাসের কর্মচারী ও আশপাশের গরীব ও অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কোরবানি দিতে সক্ষম নন, তাদের বাসায় বাসায় গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
শাখা সেক্রেটারি সাইদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতি বছরই ঈদুল আযহায় ক্যাম্পাসে কোরবানি করা হয়। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী যিনি ক্যাম্পাসের সেক্রেটারি থাকেন তিনি কোরবানির ঈদ ক্যাম্পাসে করবেন প্রায় এমনই সিদ্ধান্ত আসে। এবার আমি যেহেতু সেক্রেটারি তাই সাংগঠনিক সিদ্ধান্তে ঈদ ক্যাম্পাসেই করছি। আনন্দের বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ, এবার ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী থেকে ৬টি গরু কোরবানি দিতে পারছি, যা পূর্ববর্তী বছরগুলোর রেকর্ড অতিক্রম করেছে। আমাদের কর্মচারী, আশপাশের দরিদ্র পরিবার ও কুরবানি দিতে অক্ষম শিক্ষার্থীদের বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে।
ছাত্রশিবিরের নেতাকর্মীদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।