সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ PM
তাহরিমা জান্নাত সুরভী

তাহরিমা জান্নাত সুরভী © সংগৃহীত

বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর মামলার তদন্ত কর্মকর্তার এসআই ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন। একই অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে শোকজ নোটিশ প্রদানের তিন দিন পর আদালত এই আদেশ দিয়েছেন।

জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা কারণ দর্শানোর লিখিত জবাবসহ আদালতে হাজির হয়ে জানান, গত ২৫ ডিসেম্বর যৌথ বাহিনী আসামিকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানায় হেফাজতে রাখে। পরে বিষয়টি জানানো হলে তিনি সেখানে গিয়ে আসামিকে হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদের সময় আসামি নিজেই তার বয়স ২০ বছর বলে উল্লেখ করেন। সেই বক্তব্যের ওপর বিশ্বাস করে পুলিশ ফরওয়ার্ডিংয়ে বয়স ২০ বছর লেখা হয়। বিষয়টি ভুল ছিল স্বীকার করে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আদালত নথি পর্যালোচনা করে বলেন, গ্রেপ্তারের পর ২৮ ডিসেম্বর আসামির জামিন আবেদন করা হলেও অভিযোগ জামিন অযোগ্য হওয়ায় তা নামঞ্জুর করা হয়। পরে পুলিশ হেফাজতের আবেদন করা হলে বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন আসামিকে দুই দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ওই শুনানির সময় আসামিপক্ষ থেকে বয়স ১৮ বছরের নিচে হওয়ার বিষয়ে কোনো আইনি আপত্তি তোলা হয়নি। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এরপর তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত উল্লেখ করেন, শিশু আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে শিশু আদালতের এখতিয়ার রয়েছে। এ কারণে বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আসামির মৌখিক বক্তব্যের ওপর ভিত্তি করে বয়স উল্লেখ করাকে আদালত তদন্তকারীর অদক্ষতা ও গাফিলতি হিসেবে দেখেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির জন্য তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

তবে আদালতে এসআই ওমর ফারুক সুরভীর বয়স ২০ বছর উল্লেখ করা হয়েছে বলা হলেও প্রাথমিক তথ্য বিবরণীতে তার বয়স ২১ লেখা হয়েছিল। এ ছাড়া সুরভী নিজের বয়স ২০ বছর উল্লেখ করেছে বলেও দাবি করেছেন এসআই ওমর ফারুক। তবে গত ২৬ নভেম্বর সুরভীর মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে হওয়া ধর্ষণচেষ্টার মামলাতেও সুরভীর বয়স ১৭ বছর উল্লেখ করেছিলেন তার মা। এ ছাড়া গতকাল বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক প্রেস ব্রিফিংয়ে সুরভী দাবি করেন, তিনি নিজেকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করেছিলেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর নাঈমুর রহমান দুর্জয়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান সুরভী। ওই সময় পুলিশের বেনামী বরাত দিয়ে সংবাদপত্রে বলা হয়, তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৪ জানুয়ারি ‘মামলায় আছে ৫০ হাজার, গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরদিন ৫ জানুয়ারি শুনানি শেষে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সুরভীর ২ দিনের রিমান্ড দেন আদালত। এরপর ‘১৭ বছরকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, সেই সুরভীর ২ দিনের রিমান্ড’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে আরেকটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। একই দিন বিকালে তাকে জামিন দেওয়া হলে সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্ত হন। ওই দিনই তদন্ত কর্মকর্তা ওমর ফারুককে শোকজ নোটিশ দেন আদালত।

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9