ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা, ৫ জনের বিরুদ্ধে মামলা
- নেত্রকোণা প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM

নেত্রকোণার কেন্দুয়ায় মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর (১৩) সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামী আশরাফুল ইসলাম সজিব (২৭) একজন প্রবাসী। তিনি বৈরাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন- সজিবের মা, দুই ভাই, বড় ভাইয়ের স্ত্রী। প্রধান আসামী ভুক্তভোগীর সম্পর্কে চাচাতো ভাই।
জানা যায়, এ ঘটনাটি গত বছরের ৩০ ডিসেম্বর রাতে নির্যাতিত কিশোরীর বসতঘরে ঘটে। বিষয়টি এতোদিন ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা চলছিল। এরই মধ্যে বিষয়টি গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে।
ভুক্তভোগী কিশোরীর বাবার দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার নির্যাতিত মেয়ে (১৩) স্থানীয় ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার দিন কৌশলে মামলার প্রধান আসামী সজিব (২৭) ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতির কারণে বিষয়টি ওই কিশোরী প্রথমে কাউকে বলেননি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয় এবং ঘরোয়াভাবে মিটমাটের চেষ্টা চলে। অবস্থা বেগতিক দেখে সম্প্রতি প্রধান আসামী সজিব বিদেশে পারি জমান। পরে ওই কিশোরীর বাবা কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে আসামিদের ধরতে কয়েক দফা অভিযান পরিচালিত হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধান আসামী বিদেশ থাকার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।