৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

১৬ মে ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৭:১৭ PM
বদলগাজী থানা

বদলগাজী থানা © সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোরসালিন সানি নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত মোরসালিন উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে ও নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবার কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকে। গত বুধবার বিকালে তার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরি ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে তার মেয়ে তাকে জানায় গত বুধবার দুপুরে মোরসালিন তাদের বাসায় কেউ না থাকার সুযোগে গল্প করার জন্য তাকে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমি তার বিচার চাই।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছে। সেই মামলায় মোরসালিনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষা হবে ২০ টি উপকেন্দ্রে
  • ০২ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের
  • ০২ জানুয়ারি ২০২৬
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাকৃবিত…
  • ০২ জানুয়ারি ২০২৬
শীতে হৃদযন্ত্র ভালো রাখতে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন
  • ০২ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!