নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি দিল ঢাবি শিক্ষার্থীরা

নরেন্দ্র মোদি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
নরেন্দ্র মোদি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

বিজয় দিবসের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও ‘কলঙ্কিত’ করার দায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ কর্মসূচি ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিকাল সাড়ে ৪টায় মধুর ক্যান্টিনের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবাহ। এ ছাড়া নরেন্দ্র মোদির বিকৃত ছবি অঙ্কনের ঘোষণাও দিয়েছেন তিনি।

রিয়াদুল ইসলাম জুবাহ ফেসবুকে লেখেন, বাংলাদেশের লাখো মাজলুমের রক্তে অর্জিত বিজয় দিবসের উপর নগ্ন হস্তক্ষেপ ও বিজয় দিবসকে কলঙ্কিত করার দায়ে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ মধুর ক্যান্টিনের সামনে আজ বিকাল ৪.৩০টায় অনুষ্ঠিত হবে।

পরে আরেক পোস্টে তিনি লেখেন, মধুর ক্যান্টিনের সামনে গুজরাটের কসাই ও বাংলাদেশের মাজলুম জনতার রক্তে কেনা বিজয়ের উপর নগ্ন হস্তক্ষেপ কারী নরেন্দ্র মোদির বিকৃত ছবি আঁকতে চাই। কোন শিল্পী আগ্রহী থাকলে এবং কেউ রং ও তুলি লজিস্টিকস দিয়ে সহায়তা করতে চাইলে আমাকে সরাসরি ইনবক্স করার অনুরোধ রইল।

এর আগে বিজয় দিবস উপলক্ষে একটি টুইট করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে ফেসবুকেও পোস্ট করেন তিনি। এতে বাংলাদেশের বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেন তিনি। ইংরেজিতে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘বিজয় দিবসে আমরা সেই বীর সেনানীদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence