বিজয় দিবসে ঢাবিতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ AM
ঢাবিতে আলোকসজ্জা

ঢাবিতে আলোকসজ্জা © টিডিসি ফোটো

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (রাবি) দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে এ আলোকসজ্জা। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র, স্মৃতি চিরন্তন, ভিসি বাসভবন  ও আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে।  এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

এছাড়াও আগামীকাল বিজয় দিবসে আবাসিক হলসমূহে শহিদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধের চিত্র প্রদর্শনী,চলচিত্র প্রদর্শনী,প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল আলোকসজ্জা দেখতে এবং ক্যামেরাবন্দি করতে কার্জন হলের সামনে জড়ো হচ্ছেন। আবার কেউ কেউ  সেলফি তোলছেন । এ যেন অন্যরকম অনুভূতি। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই।
দেখা গেছে, এ আলোকসজ্জা দেখে মুগ্ধ ক্যাম্পাসের বাইরে থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও। অনেকে ঘুরে ঘুরে দেখছেনে আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো আরাফাত রহমান উদয় বলেন, 'স্বাধীনতা দিবস উৎযাপনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো প্রশাসনের একটি ভালো উদ্দ্যোগ। মহান বিজয় দিবসকে সুন্দর করে উৎযাপন করার জন্য এটা করা হয়। এতে ক্যাম্পাসের সৌন্দর্য বেড়ে যায় ও দেশবাসীকে আকর্ষণ করে।'

উর্দু বিভাগের শিক্ষার্থী মো সাকিবুল ইসলাম বলেন, 'আগামীকাল  আমাদের বিজয় দিবস এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে। আমাদের ক্যাম্পাস এমনিতেই অনেক সুন্দর, এখন বিজয়ের সাজে  অপরূপা হয়ে উঠেছে কার্জন ও এই সবুজ ক্যম্পাস । হলে ছিলাম কিন্তু এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চলে আসলাম কার্জনের সামনে। বন্ধুদের সাথে কিছু ছবি নিলাম এবং একটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলাম।'

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9