মাদকের বিরুদ্ধে অভিযানের সময়ে ঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্যকে দুর্বৃত্তের ছুরিকাঘাত

আহত জুয়েল রানা
আহত জুয়েল রানা  © সংগৃহীত

মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) প্রক্টরিয়াল টিমের সদস্য জুয়েল রানা ও হুমায়ূন আহমেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।

গত ৭ ডিসেম্বর রাতে মাদক কারবারি ও ভবঘুরে উচ্ছেদ  অভিযান পরিচালনা ও ক্যম্পাস পাহারা দেয়ার সময়  নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ চেকপোস্টে একজন দুর্বৃত্ত দ্বারা ছুরিকাঘাতের শিকার হন তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূরে আলম সিদ্দিকী বলেন, নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ চেকপোস্টে প্রক্টোরিয়াল  টিমের ২ জন  ও জহুরুল হক হলের একজন স্টাফকে,বহিরাগত এক ব্যক্তি চাকু দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। প্রক্টোরিয়াল টিমের জুয়েল রানা এবং জহুরুল হক হলের হুমায়ূন আহমেদ আহত হয়।

ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের জানান,  গত পরশু ক্যম্পাসে পাহারা দেয়ার সময় কয়েকজন দুর্বৃত্তরা এসে আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্যের  উপর হামলা করে এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  দুর্বৃত্তরা হুডি ও মার্ক্স পরে থাকা তাদের চিহ্নিত করা যায়নি।  শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলাম আমরা। অভিযানও পরিচালিত হচ্ছে নিয়মিত। স্বভাবতই সিন্ডিকেটগুলোর চোখের বালি হয়ে পড়েছি আমরা। ফলস্বরূপ আমাদের প্রক্টরিয়াল টিমের একজন সদস্যকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে গিয়েছে একজন। বোঝাই যাচ্ছে আমাদের অভিযান কলিজায় লাগছে তাদের। যাইহোক, অভিযান চলমান থাকবে নিয়মিত। সিন্ডিকেটের শেষ দেখে ছাড়বো আমরা ইনশা আল্লাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence