শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বুদ্বিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১-এর সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে মিনি অডিটোরিয়ামে শহীদদের আত্মত্যাগ ও দেশমাতৃকা রক্ষায় বুদ্ধিজীবীদের অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচক হিসেবে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। আলোচনার সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সভাপতি ড. ফয়সল আহমদ। সভায় উপস্থাপক হিসেবে ছিলেন বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আ. ফ. ম. মিফতাউল হক। এ ছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘দেশের যেকোনো মূহুর্তে বুদ্ধিজীবীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশ যেন মাথা তুলে না দাড়াতে পারে সে চিন্তা থেকেই মূলত পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজও আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা দেশপ্রেমিক সৈনিকদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটি আমাদের ব্যর্থতা।’
তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের ত্যাগ, রক্ত এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে প্রকৃত সফলতা।
দিনটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।