৪৮তম বিসিএসে চিকিৎসকদের পদ বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত ও সম্পাদিত

৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের পদ বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়া সুপারিশকৃত ৩ হাজার ২৮৬ জন চিকিৎসকের পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ছয়জন সহকারী সার্জন এবং ২৮০জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছে। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।

এতে বলা হয়, নিয়মিত ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার কাযর্ক্রম শুরু করে। মাত্র ৫ মাসের মধ্যে এই বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরও ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি। বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএসে সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না। মাঠে অধিক সংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরও পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এতে আরও বলা হয়, ৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেননি, তারা এখনও চাকরির জন্য অপেক্ষমান। তাদের সাথে গত কয়েকমাসে যোগ হয়েছে আরও প্রায় ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমান এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসককে সরকারি চাকরীর সুযোগ অবারিত রাখা ও ন্যায় বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই।

ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9