বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবার পরিধি বৃদ্ধি করা হচ্ছে: ইউজিসি

২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ PM
ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী কর্মশালা

ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী কর্মশালা © টিডিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্স্থ্য সেবার পরিধি বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।  

প্রফেসর আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি ড্যাফোডিল ও সিটি ইউভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া দরকার বলে তিনি মনে করেন। এছাড়া শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক ও পিতা-মাতাকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদা নিরূপণে ‘সোশ্যাল ইমোশনাল লার্নিং ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল রিভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) তিনি এ কথা বলেন। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে কমিশনের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করেছে। 

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন ইউনিটে কত পয়েন্ট লাগবে?

এ লক্ষ্যে ইউনেস্কোর সহায়তায় সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নামে ইউজিসি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে সামাজিক ও মানসিক স্বাস্স্থ্য সুরক্ষা সেবা প্রদানের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে, প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সারা দেশে ১০ লাখ শিক্ষার্থীকে এই সেবার আততাভুক্ত করা হবে। 

ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। 

প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের জন্য অনলাইন ও অফলাইন মাধ্যমে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম এবং সহায়ক উপাদানগুলি চিহ্নিত ও যাচাই করা সম্ভব হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের বাইরে ‘তৃতীয় বলয়’ থেকে নির্বাচন করবেন আপ বাংলাদেশ নেতারা, শিগগিরই প্রার্থী চূড়ান্ত

কর্মশালায় আইইউবিএটি’র প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাসসহ ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ইউজিসি’র কর্মকর্তাবৃন্দ অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. রাফিউজ্জামান, ব্র্যাক আইইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৪ জন মনোবিজ্ঞানী এই মডিউলটি তৈরি করেছেন। আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে। 

আজ বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ যা থাকছে আলোচনায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘আমি-আমার বাবা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলাম না’
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানকে যে বার্তা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশে দেশে জেন-জি বিক্ষোভ: নেপাল কেন বাংলাদেশ হতে চায় না
  • ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9