২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা কমছে 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৬ জনের। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গতকাল করোনাভাইরাস শনাক্তের জন্য মোট ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশে বাড়ছে করোনা সংক্রমণ, বাংলাদেশে সতর্কতা

প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৮৭ জন।

এছাড়া ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যু হয়। তখন থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন।


সর্বশেষ সংবাদ