পার্শ্ববর্তী দেশে বাড়ছে করোনা সংক্রমণ, বাংলাদেশে সতর্কতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৪৪ PM
বর্তমানে পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং সেই সঙ্গে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় দেশের স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে। সম্প্রতি অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF 7, XFG, JN.1 এবং NB.1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল/ নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমুহে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদারকল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন শনাক্ত ৩৫২, মৃত্যু কত?
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহঃ
বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুওয়া (অন্তত ২০ সেকেন্ড)। নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা।
পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়ঃ
সীমান্তের প্রধান প্রবেশদ্বার যেমন বিমানবন্দর, বন্দর, স্থলবন্দর ইত্যাদি, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক যাত্রী, পণ্য এবং পরিবহন প্রবেশ করে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা। দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করা। দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেল্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করা। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ (PPE) করা। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমুহ প্রচার করা। জরূরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকা।
আরও পড়ুন: দুদকের তদন্তের তালিকায় ২০ বিশ্ববিদ্যালয়ের ভিসি
সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়
অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্বক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা, রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলা, প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করা (০১৪০১-১৯৬২৯৩)।