বর্ষায়ও থাকবে না কাপড় শুকানোর চিন্তা, জেনে নিন সহজ সমাধান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

বর্ষা মানেই মন ভাল করা মেঘলা আকাশ আর হঠাৎ হঠাৎ বৃষ্টির ভেজা ছোঁয়া। কিন্তু এই রোমান্টিক বর্ষারই একটা বিরক্তিকর দিক হলো কাপড় শুকানো সমস্যা। সকালের ধোয়া কাপড় সন্ধে অবধি শুকোয় না, আবার স্যাঁতসেঁতে গন্ধে পোশাক পরাও যায় না। অথচ জামাকাপড় ধুয়ে রাখাও সম্ভব নয়। এমন অবস্থায় উপায় কী? চিন্তা নেই। কিছু সহজ ঘরোয়া কৌশল আপনাকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। বর্ষায় কাপড় দ্রুত এবং গন্ধমুক্তভাবে শুকানোর ১০টি কার্যকর টিপস নিচে দেওয়া হলো:

১. ভালভাবে নিংড়ানো
যে কোনো কাপড় কাচার পর ভালোভাবে নিংড়ানো সবচেয়ে জরুরি। ওয়াশিং মেশিনে স্পিন মোড ব্যবহার করুন। হাতে কাচলে রোল করে চেপে পানি ঝরিয়ে নিন। যত কম পানি থাকবে, তত তাড়াতাড়ি শুকোবে।

২. একটি ওপর আরেকটি কাপড় মেলে রাখবেন না
অনেকেই জায়গার অভাবে একসঙ্গে কয়েকটি কাপড় একটার ওপর একটা মেলে দেন। এতে বাতাস চলাচল ব্যাহত হয়। প্রতিটি কাপড় আলাদা করে মেলে দিন।

আরও পড়ুন: ২০৩০ সালের আগেই যেসব চাকরি দখল করবে এআই

৩. হ্যাঙ্গার ব্যবহার করুন, দড়ি নয়
দড়িতে একসঙ্গে অনেক কাপড় ঝোলালে তাদের ভাঁজে বাতাস ঢোকে না। হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন। এতে চারদিক থেকে বাতাস চলবে, কাপড় তাড়াতাড়ি শুকোবে।

৪. ঘরের ভেতরে শুকানোর জায়গা ঠিক করুন
ঘরের এমন জায়গা বেছে নিন যেখানে চলাফেরা কম হয়: যেমন গেস্টরুম বা ফাঁকা বারান্দা। সেখানে কাপড় শুকাতে দিন। প্রয়োজনে মোবাইল ড্রায়ার স্ট্যান্ড বা র‍্যাক ব্যবহার করতে পারেন।

৫. ফ্যান ও জানালার ব্যবহার
ঘরের জানালাগুলো খুলে দিন যাতে তাজা বাতাস আসে। ফ্যান জোরে চালিয়ে কাপড়ের সামনে দিন। এতে দ্রুত শুকিয়ে যাবে। সঙ্গে বাটিতে খানিকটা লবণ রেখে দিলে তা বাতাসের আর্দ্রতা শুষে নেবে।

৬. হেয়ার ড্রায়ার বা আয়রন ব্যবহার করুন
একটি পোশাক খুব তাড়াতাড়ি দরকার? হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। অন্তত ৬ ইঞ্চি দূর থেকে ‘ওয়ার্ম মোড’ চালু করে কাপড়ের ওপর চালান। বা তোয়ালের ভেতর ভেজা কাপড় মুড়িয়ে নিয়ে তার ওপর আয়রন চালাতে পারেন।

৭. এয়ার কন্ডিশনারের ‘ড্রাই মোড’ব্যবহার
যদি ঘরে এসি থাকে, তবে ‘ড্রাই মোড’চালু করে কাপড় মেলে দিন। এতে ঘরের অতিরিক্ত আর্দ্রতা শুষে কাপড় দ্রুত শুকিয়ে দেবে।

৮. ভিনেগার ও বেকিং সোডার জাদু
ভিজে আবহাওয়ায় অনেক সময় শুকনো কাপড়েও স্যাঁতসেঁতে গন্ধ থেকে যায়। ডিটারজেন্টের সঙ্গে এক চামচ ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে কাচলে গন্ধ অনেকটাই কমে। লেবু, গোলাপ বা লিকুইড স্যাভলনের ঘ্রাণও কাজে দেয়।

আরও পড়ুন: নকল ওষুধে জীবনহানি! জেনে নিন চেনার উপায়

৯. শুকনো কাপড় ইস্ত্রি করুন
বর্ষাকালে কাপড়ে ফাঙ্গাস জমে যেতে পারে। তাই হালকা ভেজা বা শুষ্ক কাপড় ইস্ত্রি করে নিলে জীবাণু মরে যায় এবং কাপড়ের গন্ধ ও কোঁচকানো ভাবও কমে।

১০. আলমারিতে রাখার আগে সতর্কতা
শুকনো কাপড় রাখার আগে আলমারি মাঝে মাঝে খুলে দিন, যেন ভেতরে বাতাস চলাচল করে। ন্যাপথলিন বা নিমপাতার গুঁড়া দিয়ে রাখতে পারেন যাতে ছত্রাক না জমে।

বর্ষাকালের আর্দ্রতা যেমন প্রকৃতিকে সতেজ করে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে বাড়তি ঝামেলা তৈরি করে। একটু সচেতন হলেই আপনি এই ভেজা দিনে আর কাপড় শুকানোর চিন্তায় পড়ে যাবেন না। এসব সহজ কৌশল মেনে চলুন, দ্রুত কাপড় শুকাবে এবং গন্ধও হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence