উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়েছে আরেকটি সংক্রামক রোগ

উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া   © সংগৃহীত

উত্তর কোরিয়ায় করোনা (কোভিড-১৯) মহামারির পাশাপাশি অন্ত্রের অজ্ঞাত আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটি এ কথা জানিয়েছে। এতে কোভিড-১৯ সংক্রমণে ধুঁকতে থাকা দেশটির স্বাস্থ্য খাত আরও চাপে পড়বে। খবর রয়টার্সের।

 উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, ‘একিউট এন্টেরিক’–এ আক্রান্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব সারিয়ে তুলতে চিকিৎসা সহায়তা হিসেবে গতকাল বুধবার পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হায়েজুতে ওষুধ পাঠিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে আক্রান্ত রোগীর সংখ্যা বা রোগটির ধরন নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে অন্ত্রসম্পর্কীয় রোগ হিসেবে পরিচিত এন্টেরিক।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ওয়েবসাইটে বলা হয়েছে, জীবাণু থেকে ‘একিউট এন্টেরিক’ রোগ ছড়ায়। দূষিত খাবার ও পানি, আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে এলে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত প্রাণী কিংবা এর পরিবেশের সংস্পর্শে এলে জীবাণুর মাধ্যমে রোগটি ছড়াতে পারে।

আরও পড়ুন: ঢাবির সিনেট অধিবেশন বর্জন করেলন ভিপি নূর

প্রতিবেদনে কেসিএনএ জানায়, শুরুর দিকেই এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন কিম। রোগটি ছড়িয়ে পড়া সম্পূর্ণভাবে দমিয়ে রাখতে সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিতে নির্ভুল পদক্ষেপ নিতে বলেছেন তিনি। 

হামারিসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরীয় নেতা।

এমন সময় নতুন এই রোগের প্রাদুর্ভাবের কথা জানানো হলো, যখন প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমণের ব্যাপকতা মোকাবিলা করছে উত্তর কোরিয়া। গত মাসে দেশটি জরুরি অবস্থা ঘোষণা করে। টিকা ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence