কিছুতেই মাস্ক পরতে চাননি তিনি

০২ অক্টোবর ২০২০, ০৬:৫৭ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার একজন ঘনিষ্ঠ সহযোগী স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তিনি এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে আছেন।

প্রাণঘাতী এ মহামারির প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে মাস্ক এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে এমন মহামারিতেও মাস্ক না পরার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমন শুরু হলে গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরাকে ঐচ্ছিক বলে অবিহিত করেছেন। তিনি কিছুতেই মাস্ক পরবেন না বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘‘আমি মাস্ক পরার কাজটা করতে ইচ্ছুক না। এমনকি প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে এন-৯৫ মাস্ক এবং অস্ত্রোপচারের গ্লাভস রফতানি স্থির করার আদেশও দিয়েছিলাম’’।

তবে অবশ্য বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে জুলাই মাসে এসে সুর পাল্টিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন। তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। ট্রাম্প বলতেন, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

এরপর সর্বশেষ গত ১২ জুলাই মাস্ক পরে প্রথমবারের মত জনসম্মুখে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো জনসম্মুখে মুখে মাস্ক পরলেন।

অবশেষে মাস্ক পরে জনসম্মুখে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এ সময় ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প বলেন, ‘আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে, কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং জায়গা রয়েছে’।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টিনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। শুক্রবার এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬