পোস্টাল ব্যালট © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যাংকার ভোটকেন্দ্রে বা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন, তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের নিয়োগ পাওয়ার পরপরই অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। মূলত নির্বাচনী ব্যবস্থাপনার সামনের সারিতে থেকে দায়িত্ব পালনকারীরা যেন ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের জন্য ভোটের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। নিয়ম অনুযায়ী, যারা সফলভাবে নিবন্ধন করবেন, তাদের বর্তমান ঠিকানায় ডাকযোগের মাধ্যমে আগাম ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। প্রতিটি ব্যালট পেপারে আলাদা কিউআর (QR) কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
পোস্টাল ব্যালটে ভোট প্রদানের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত পাঠানো বাধ্যতামূলক। দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালটটি ফেরত পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত না পাঠালে সংশ্লিষ্ট ভোটটি বাতিল বলে গণ্য হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে অবস্থান করছেন ৭ লাখ ৬১ হাজার ভোটার। উল্লেখ্য যে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকার ও সরকারি চাকরিজীবী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাবন্দি এবং প্রবাসী বাংলাদেশিরাও এই পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।