গণঅধিকার পরিষদ ও ইসির লোগো © সংগৃহীত
পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকের অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতে ইসিকে চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত চিঠিটি ইসিতে জমা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক এবং অন্য একটি দলের প্রতীক ট্রাক্টর একই সারিতে ওপর-নিচে অবস্থান করছে। প্রতীক দুটি অত্যন্ত কাছাকাছি থাকায় ভোটারদের পক্ষে আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে।
গণঅধিকার পরিষদের মতে, প্রতীকের এ ধরনের অবস্থান ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ভোট প্রদানের সময় ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক দুটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আলাদা অবস্থানে প্রতিস্থাপনের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। গণঅধিকার পরিষদ জানায়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।