পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন হচ্ছে © সংগৃহীত
বিএনপির দাবির পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নকশা অনুযায়ী, দেশের অভ্যন্তরে ব্যবহার করা পোস্টাল ব্যালটে এখন থেকে আর সব প্রতীক থাকবে না; বরং শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক উল্লেখ থাকবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এই পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ব্যালট পেপার নিয়ে রাজনৈতিক দলের সংশয় দূর করতে এবং ভোটদান প্রক্রিয়া আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন এবারই প্রথম আইটিভিত্তিক পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে। ইসির তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৩৬ জন।
দেশের ভেতরে যারা এই ব্যালটে ভোট দেবেন তাদের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, ১০ হাজার ১০ জন আনসার ও ভিডিপি সদস্য এবং ৬ হাজার ২৮৪ জন কারাবন্দি রয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এই বিশাল সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে সব প্রতীক থাকলেও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য এখন থেকে সংশোধিত নতুন ডিজাইনের ব্যালট সরবরাহ করা হবে।
নির্বাচন কমিশন, পোস্টাল ব্যালট, বিএনপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, এএমএম নাসির উদ্দিন, ভোটার নিবন্ধন