নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও আটজন প্রার্থী। বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে এই রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা হলেন, ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, ঝালকাঠি-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী, গাজীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাহফুজুর রহমান খান, চট্টগ্রাম-২ আসনে খেলাফত মজলিস প্রার্থী আশরাফ বিন ইয়াকুব, নেত্রকোণা-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাছুম মোস্তফা।
এরমধ্যে ঝাঝালকাঠি-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর ২৬ লাখ ৬১ হাজারের বেশি কর বকেয়া রয়েছে, কমিশন তাকে একটি এভিডেভিড করে দিতে বলেছে। চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব উল্লেখ থাকায় তাকে নাগরিকত্ব ত্যাগের ডকুমেন্ট দেওয়া হয়েছে। এছাড়া পেন্ডিং রয়েছে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মো. মাহবুবুল আলম।