নেত্রকোণা-৫ আসনে আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা © সংগৃহীত ও সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন জামায়াত মনোনীত আরও এক প্রার্থী । নেত্রকোণা-৫ আসনে আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাছুম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি শেষে এই রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)।
এরআগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় যাচাই–বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিলো জেলা রিটার্নিং কর্মকর্তা।