সালাহর গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নকআউটে মিসর

মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ  © সংগৃহীত

আফ্রিকান নেশনস কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে মিসর। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে করা একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে ১–০ ব্যবধানে হারিয়েছে সাতবারের চ্যাম্পিয়নরা।

মরক্কোয় চলমান টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার মিসর এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। তখনই সালাহর সফল স্পট কিক নির্ধারণ করে দেয় ম্যাচের ফল। ঠিক ৪৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল তুলে নেন তিনি। এর কিছুক্ষণ পরই ১০ জনের দলে পরিণত হয় মিসর, তবে বাড়তি গোল আর হয়নি।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৬০

দ্বিতীয়ার্ধের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার সুযোগ চেয়েছিল হাত তুলে। মিসরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিমের হাতে বল লাগার পর পেনাল্টির জোর দাবি ওঠে; তবে রেফারি সে আবেদনে সাড়া দেননি।

এটি এবারের আসরে মিসরের টানা দ্বিতীয় জয়। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২–১ গোলে হারিয়েছিল দলটি। সেই ম্যাচেও যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন সালাহ।

আফ্রিকান নেশনস কাপে রেকর্ড সাতবার শিরোপা জিতলেও সালাহ এখনো ছুঁতে পারেননি মহাদেশীয় সাফল্যের সেই আসল ট্রফি। এবার শিরোপা জয়ের মিশন নিয়েই মাঠে নামা এই তারকা ইতিমধ্যে দলকে তুলে এনেছেন শেষ ষোলোতে। মরক্কোয় অনুষ্ঠিত এই আসরে শেষ পর্যন্ত সালাহ কি পারবেন শিরোপা জিততে—তার উত্তর দেবে সময়ই।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!