‘পুরো ক্যারিয়ারই বার্সায় খেলার স্বপ্ন দেখেছিলাম’

১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসি ও বার্সেলোনার সম্পর্ক এক সময়ে অবিচ্ছেদ্য মনে হতো। আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া কাতালান ক্লাবটিকে মাঠে কল্পনাই করা দায় এবং মেসির জন্যই স্প্যানিশ জায়ান্টের অসংখ্য সমর্থক তৈরি হয়েছিল। কিন্তু সেই অধ্যায়ের সমাপ্তি হয়েছিল একরকম করুণতায়, নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারের প্রতি ক্লাবের বিদায় ছিল নীরস এবং সংক্ষিপ্ত। সেই স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় মেসিকে। প্রাণপ্রিয় ক্লাব থেকে বিদায় নেওয়া এখনও তার জন্য সহজ হয়নি।

সম্প্রতি সবাইকে চমকে দিয়ে হঠাৎই নিজের পরিচিত আঙিনায় চুপিসারে ফেরেন মেসি। তবে, সাবেক বার্সা তারকার পরিকল্পনা ছিল না এমন কোনো সফরের। ক্যারিয়ারে অসংখ্য মধুর স্মৃতি তৈরি করা মেসি হঠাৎ সেই ঘাসের ছোঁয়া পেয়ে কেমন অনুভব করলেন, তা কৌতূহলই জাগায়।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-কে সাক্ষাৎকারে অপ্রত্যাশিত ফেরার অনুভূতি নিয়ে খোলাখুলি বলেন। ইন্টার মায়ামির তারকা নিজেই সেই অনুভূতির কথা শেয়ার করেছেন, যা বোঝায়—যতই দূরে থাকুন, প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা কখনো মুছে যায় না।

মেসির ভাষ্যমতে, ‘নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়া এবং এটি দেখার বিষয়টি একটু অদ্ভুত লাগছে, কারণ শেষবার যখন দেখেছিলাম অনেক দিন আগের কথা। সব কিছু মনে করে, যা কিছু ঘটেছে, তা পুনরায় অনুভব করা রোমাঞ্চকর হবে, যদিও স্টেডিয়াম এখন পাল্টে গেছে। আমি যেভাবে ক্রমাগত ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতাই জানাই।’

ইচ্ছের বিরুদ্ধে বার্সা ছাড়ার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। জানালেন, ‘ক্লাব ছাড়ার পর আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হয়। সব কিছু যেভাবে ঘটলো, সেই জন্য; শেষ কয়েকটি বছর করোনা মহামারীর কারণে দর্শক ছাড়া খেলেছিলাম। আমি যেভাবে বিদায় নেবো ভেবেছিলাম, যেভাবে স্বপ্ন দেখেছিলাম, সেভাবে হয়নি।’

মেসি এ-ও আক্ষেপ করলেন, বার্সাতেই পুরো ফুটবল ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনি। মেসি বলছিলেন, ‘যেমন বলেছি, আমি চাইতাম আমার পুরো ক্যারিয়ার ইউরোপে, বার্সেলোনায় কাটাতে, এবং তারপর এখানে আসতে, যেভাবে আমি আসলাম, কারণ সেটি ছিল আমার পরিকল্পনা, যা আমি চাইতাম। বিদায়ও অদ্ভুত ছিল, পরিস্থিতির কারণে, সবকিছুর কারণে। তবে, আমি মনে করি ভক্তদের ভালোবাসা সবসময় থাকবে।’

বার্সায় ফেরা নিয়ে স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জুর সঙ্গে মাঝেমধ্যেই কথা হয় মেসির। এ নিয়ে জানালেন, ‘আমি সত্যিই সেখানে ফিরে যেতে চাই, আমরা বার্সেলোনাকে অনেক মিস করি। আমি, আমার স্ত্রী ও সন্তানরা বারবার বার্সেলোনা এবং সেখানে ফিরে যাওয়ার বিষয়ে কথা বলি। আমাদের সেখানে বাড়ি আছে, সব কিছু আছে, তাই সেটিই আমাদের ইচ্ছে। স্টেডিয়াম শেষ হলে ফিরে যেতে আমি সত্যিই আগ্রহী।’ 

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9