ফেডারেশন কাপে একই গ্রুপে কিংস-মোহামেডান

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ PM
ফেডারেশন কাপের ড্র

ফেডারেশন কাপের ড্র © সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০২৫-২৬ মৌসুমের ফেডারেশন কাপের খেলা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে সবচেয়ে বড় চমক—গত আসরের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব একই গ্রুপে পড়েছে।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০টি দল অংশ নিচ্ছে। গত লিগ মৌসুমের পয়েন্ট তালিকা অনুযায়ী দলগুলোকে ৫টি পটে ভাগ করা হয়। প্রতি পট থেকে তোলা প্রথম দলটিকে ‘বি’ গ্রুপে রাখা হয়েছে। পঞ্চম পট থেকে ড্র শুরু হয়, আর প্রথম পট দিয়ে শেষ হয় ড্র।

গত লিগে মোহামেডান চ্যাম্পিয়ন ও আবাহনী রানার্স-আপ ছিল। ফলে, জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দল দুটির এক গ্রুপে পড়ার সুযোগ ছিল না। প্রথম পট থেকে মোহামেডানের নাম আগে উঠায় ‘বি’ গ্রুপে জায়গা পায় দলটি। এর আগে, দ্বিতীয় পট থেকে বসুন্ধরা কিংসের নাম উঠলে, তারাও ‘বি’ গ্রুপে চলে আসে। ফলে, গ্রুপ পর্বেই মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট দল।

এবারের ফেডারেশন কাপের ম্যাচগুলো দুটি ভেন্যু—বসুন্ধরা কিংস অ্যারেনা ও কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গড়াবে। প্রতি মঙ্গলবার দুটি ভেন্যুতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও প্রিমিয়ার লিগ পাঁচটি ভেন্যুতে হয়েছিল, কিন্তু এই দুই ভেন্যুতেই সীমাবদ্ধ থাকছে ফেডারেশন কাপ।

কোন দিন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটাও আজ ড্র’তে হয়েছে। তবে, বি গ্রুপের ম্যাচ দিয়েই আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এবারের আসর শুরু হচ্ছে। কেননা, এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলবে বসুন্ধরা কিংস। তবে এখনো ফিকশ্চার ফরম্যাট প্রকাশ করা হয়নি; ফলে বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে কয়টি হোম ম্যাচ পাবে, তা বোঝা যাচ্ছে না।

গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুই গ্রুপের দুই শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। গেল আসরের মতো এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে দুই রানার্স-আপ দল ও দুই চ্যাম্পিয়ন দল প্রথমে মুখোমুখি হবে। যেখান থেকে দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে। আর দুই রানার্স-আপের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল। এছাড়া আগামী বছরের ১০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালীন ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে। পূর্বের রীতি অনুযায়ী ফাইনাল ও কোয়ালিফায়ারের ভেন্যু পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের নাম আগামীকাল ঘোষণা হতে পারে।’

এ গ্রুপ: আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল, পিডব্লিউডি
বি গ্রুপ: আরামবাগ, বাংলাদেশ পুলিশ, ফর্টিজ, বসুন্ধরা কিংস ও মোহামেডান।

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9