সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় মেসির সঙ্গে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান © ফাইল ফটো
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দেওয়া লিওনেল মেসি মাঠে যেমন নন্দিত, মাঠের বাইরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্বের যেকোনো স্টেডিয়ামে খেলতে নামলেই গ্যালারিতে দেখা মেলে মেসির জার্সি পরিহিত অসংখ্য ভক্তের। ভক্ত-সমর্থকদের কাছে ছবি তোলা কিংবা সাক্ষাৎ পাওয়ার জন্যও মেসিকে ঘিরে থাকে বিশেষ আগ্রহ।
জনপ্রিয়তা আবারও প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ভিত্তিতে সর্বোচ্চ বিক্রির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। খবর এমএলএস ওয়েবসাইট।
র্যাঙ্কিং প্রস্তুত করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্যানাটিকস’। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। দুজনই বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। মায়ামির হয়ে আরও একজন খেলোয়াড় আছেন এই তালিকায়—স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতস, যিনি রয়েছেন ১৬ নম্বরে।
সর্বাধিক জার্সি বিক্রির এই তালিকায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি গর্বের খবর হলো—এতে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভানও। তিনি আছেন ১৮ নম্বরে। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জন্ম নেওয়া কাভান মাতৃসূত্রে জার্মানি ও বাংলাদেশি বংশোদ্ভূত। অল্প বয়সেই এমএলএসে নিজের নাম জানান দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে এমএলএস কর্তৃপক্ষ কার জার্সি কত সংখ্যায় বিক্রি হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি।
এদিকে, ক্লাব বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির প্রথম ম্যাচ ড্র হওয়ায় তাদের জন্য নকআউট পর্বে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে। গ্রুপের অন্য দুটি দল—পোর্তো ও পালমেইরাস।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তার আগে রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পালমেইরাস ও আল আহলি। দুটি ম্যাচই গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে।