আর্জেন্টিনা ফুটবল দল © টিডিসি ফটো
দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে অংশ নিবে মোট ৪৮ টি দল। বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। তারই ধারাবাহিকতায় ৫০ সদস্যের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। আগামী মার্চ উইন্ডোতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্টারমাইন্ড স্কালোনি প্রাথমিক তালিকা প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেন। ইনজুরি ঝুঁকি মাথায় রেখেই বড় স্কোয়াড করা হয়েছে বলে জানান তিনি। স্কালোনির জানিয়েছেন, ‘সর্বশেষ বিশ্বকাপে আমরা ফুটবলারদের ঘনঘন ইনজুরিতে পড়তে দেখেছি। কারোরই ছিটকে পড়া কাম্য নয়। সে কারণে আমরা বড় তালিকা তৈরি হয়েছি।’
বিশ্বকাপকে সামনে রেখে দলের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে বৈঠকও করেছেন স্কালোনি। তবে ওই আলোচনায় বিশ্বকাপ প্রসঙ্গ আসেনি বলে জানান আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। যা ইতোমধ্যে আমাদের সামনে রয়েছে। আপনি তার ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না এবং তাকে একা ছেড়ে দিতে হবে।’
এদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ ও ১০ জুন দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আলবিসেলেস্তেদের। সম্ভাব্য সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো এবং মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে খেলতে চায় তারা। যদিও প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের আগে এই দুই ম্যাচই হতে পারে মেসি-লাউতারোদের শেষ প্রস্তুতি লড়াই।
আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে গ্রুপ পর্ব থেকেই পূর্ণ শক্তিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্কালোনির দল।