পেছাল হামজাদের সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময়, কেনা যাবে যেভাবে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৯:০৯ PM
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই ঘরের মাঠে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরী ও শমিত শোমের। ভক্তদের তুমুল আগ্রহে আজ দুপুর ১২টা থেকে আসন্ন ওই ম্যাচের টিকিট টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে (https://tickify.live/) ছাড়ার কথা ছিল। তবে টিকিট বিক্রি শুরু হওয়ার ৪৫ মিনিট আগে এই কার্যক্রম ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে রাত ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
৮ ঘণ্টা পেছানোর কারণ সম্পর্কে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য, কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্ততিই সম্পন্ন।’
এবারই প্রথম অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করছে বাফুফে। টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিট পাবেন গ্রাহকরা। একজন এক আইডি দিয়ে পাঁচটি টিকিট নিতে পারবেন সর্বোচ্চ।
সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। সর্বনিম্ন দাম (সাধারণ গ্যালারি) ৪০০ টাকা ধরা হয়েছে। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম সর্বোচ্চ ৫ হাজার টাকা করে ধরা হয়েছে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা, স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা, ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২–এর দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এএফসি বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে বাছাইপর্বের তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন তপু-রাকিবরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। এজন্য সি গ্রুপে থাকা ৪ দলেরই পয়েন্ট সমান ১ করে।