শাবিপ্রবি শিক্ষার্থীদের বন্ধ অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে

শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছে
শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছে  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বন্ধ বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এসব অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র শাহরিয়ার আবেদিন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার আবেদিন বলেন, ‘প্রায় এক মাস বন্ধ রাখার পর অ্যাকাউন্টগুলো খুলে দেয়া হয়েছে। আন্দোলন চলাকালে অর্থসহায়তা আসা প্রায় আড়াই শ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল।’

এর আগে, গত ১৬ জানুয়ারি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সহায়তায় সে সময় তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: উপবৃত্তির জন্য যেকোন একাউন্ট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

গত ২৪ জানুয়ারি শিক্ষার্থীরা অভিযোগ করেন, অর্থসহায়তা আসা তাদের বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। পরে গত ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ক্যাম্পাসে এলে বন্ধ থাকা এই অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীও তাদের এ দাবি পূরণ করার আশ্বাস দেন।

তবে অ্যাকাউন্ট বন্ধ বা চালুর ব্যাপারে প্রশাসন বা মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিকাশের সিলেট ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন গণমাধ্যমকে বলেন, অ্যাকাউন্ট বন্ধ করা বা চালুর বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। লেনদেনের নির্ধারিত পরিমাণ আছে। এর বেশি লেনদেন হলে অটোমেটিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।


সর্বশেষ সংবাদ