শাবিপ্রবি শিক্ষকদের জন্য গেস্ট হাউজ বুকিং অ্যাপস চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার্থে গেস্ট হাউজ বুকিং অ্যাপস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু ঢাকায় অবস্থিত গেস্ট হাউজ বুকিং দিতে এ অ্যাপস ব্যবহার করা যাবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অ্যাপসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঢাকাস্থ অতিথি ভবন এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে। আজ সহজ উপায়ে রুম বরাদ্দ নিশ্চিত করতে অ্যাপসটি উদ্বোধন করা হলো।’

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ