শাবিপ্রবির ঘটনায় যেন আগুনে ঘি ঢালা না হয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান  © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ঘটনায় যেন আগুনে ঘি ঢালা না হয়। আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিলেটের একটি অনুষ্ঠানে শাবিপ্রবির অস্থিরতা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এ বয়সে শিক্ষার্থীদের একটু উত্তেজনা থাকতেই পারে। একটু সময় দিয়ে তাদের বুঝিয়ে সব সমস্যার সমাধান করতে হবে। কোনো হঠকারী বিষয় যেন তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। পরিস্থিতি ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। শাবিপ্রবির ঘটনায় যেন আগুনে ঘি না ঢালা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, শাবিপ্রবিতে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। শিক্ষার্থীরা আমাদের সন্তান। আমরা তাদের ছেড়ে যেতে পারি না। আমরা তাদের মঙ্গল চাই। সুতরাং এ ব্যাপারে মুখোমুখি না হয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিত।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারের উচ্চ পর্যায় ইতোমধ্যে সমাধানের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে। তাছাড়া এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল দল সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু হলে আঙুল দেবে। তারা তো বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। কেউ কেউ অন্য দেশকে স্বর্গ মনে করেন। প্রতিক্রিয়াশীল ও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে, যারা নানাভাবে পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজতেছে। তারা সুযোগ নেবে, এটাই রাজনীতির নিয়ম। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। তবে আমি উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন আমার শখ ও অভিলাষ। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!