শাবিপ্রবির ভর্তির নির্দেশিকা প্রকাশ, মোট আসন ১৬৮৭টি

শাবিপ্রবি ক্যাম্পাস
শাবিপ্রবি ক্যাম্পাস  © ফাইল ফটো

আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে প্রধমবারের মতো দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি স্কোর দেওয়া হবে। এরপর গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তির বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে। ভর্তি পরীক্ষায় পাওয়া স্কোর অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদের জন্য তিনটি আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকবে না। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে শাবিপ্রবি। এতে বলা হয়, শাবিপ্রবিতে ভর্তির আবেদন ও সময়সীমা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তবে ভর্তির আবেদন শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে করা হবে।

ভর্তির নির্দেশিকায় চলতি ২০২০-২ সেশনে মোট ১৬৮৭টি আসনের কথা বলা হয়েছে। যার মধ্যে বিজ্ঞানের ‘এ’ ইউনিটে মোট ৯৮৫টি আসন। আর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের ‘বি’ ইউনিটে ৬০টি। তাছাড়া মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটায় আরও ১০০টি আসন রয়েছে বলে এতে বলা হয়।

শাবিপ্রবিতে ভর্তিচ্ছুদের বাধ্যতামূলকভাবে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে বিভিন্ন স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তিতে আবেদন ছাড়াই সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে। এ বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তিই চূড়ান্ত হবে বলে ভর্তির নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

 ভর্তির নির্দেশিকা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ