আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চাই: শাবি উপাচার্য

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ  © ফাইল ছবি

আর পেছনে ফিরে না তাকিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আশা প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, করোনা সংক্রমণের হার সব সময় নিম্নগামী থাকবে না। এটা ওঠানামার মধ্য দিয়েই হয়তো চলবে। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আর ছুটি অব্যাহত না রাখাই উত্তম বলে মনে হচ্ছে।

চলমান করোনা পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা  নিয়ে রবিবার একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য বলেন, কেবল যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাচ্ছে তা নয়, শিক্ষকরাও সরাসরি পাঠদান ও গবেষণাগারে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে এবং ক্যাম্পাসের চিরাচরিত জীবনধারা (লাইফস্টাইল) পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন জীবন শুরু করবে বলেই প্রত্যাশা করি। করোনার বিষয়টি আর মাথাব্যথার কারণ হবে না বলেই মনে করি। আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে চাই।

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, অক্টোবরে ক্যাম্পাস খোলার লক্ষ্যে একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ডিনদের সঙ্গে বসব। তারা চেয়ারম্যানদের নিয়ে বসবেন। সব মিলে সব শিক্ষকের সঙ্গেই এ নিয়ে বৈঠক হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করবেন। আমাদের লক্ষ্য থাকবে স্বাস্থ্যবিধি শতভাগ অনুসরণ করা।

তিনি বলেন, শাবিপ্রবির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ আবাসিক হলে থাকে। ৮০ শতাংশের বাসে যাতায়াতের ব্যবস্থা করতে হয়। বাসে যাতে ভিড় না জমে সে লক্ষ্যে অর্ধেক করে পরিবহণ করা হবে। এজন্য প্রয়োজনে ট্রিপ বাড়ানো হবে। বাসেরও ব্যবস্থা থাকবে। তাছাড়া সবার লেখাপড়া এখন সরাসরি শুরু হবে না। হলে উঠানোর ক্ষেত্রে ব্যাচভিত্তিক সিনিয়রিটি অগ্রাধিকার দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ