গেণ্ডারিয়া থানায় জকসুর প্রতিনিধিরা © সংগৃহীত
নির্বাচিত হয়েই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে মাঠে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। গত দুইদিনে আবাসনহীন এই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর সমস্যার সমাধান করেছেন তারা। আজ শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন জকসুর এজিএস মাসুদ রানা।
ফেসুবক পোস্টে জকসুর এজিএস লেখেন, ‘আজ সকালে পুরান ঢাকার মুরগিটোলা একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। মোবাইল চোরকে দ্রুত শনাক্ত করে মোবাইল ফেরত পেতে আমরা গেন্ডারিয়া থানায় জিডি করে ওসির সাথে কথা বলে এসেছি।
গতকাল কলতাবাজারে ১৬ ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আকিবের সাথে ঘটে যাওয়া ঘটনায় আজ সমাধান করা হয়েছে। উক্ত দুইটা কার্যক্রমেই জকসুর এজিএস, সমাজসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান, তাওহীদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য সাম্য, আব্দুল্লাহ আল ফারুখ উপস্থিত ছিলেন।’
এ বিষয়ে জানতে এজিএস মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষার্থীদের ছোট-বড় যেকোনো সমস্যা আমাদের কাছে সমান প্রাধন্য পাবে। তারই ধারাবাহিকতায় গতকাল ও আজ কয়েকজন শিক্ষার্থীর সমস্যা সমাধানে আমরা কাজ করি। আমাদের ইশতেহারেও উল্লেখ ছিলো কুইক রেসপন্স টিম গঠনের কথা । আমরা শপথ নিয়েই কুইক রেসপন্স টিম গঠন করবো। এছাড়া বৃহত্তর পরিসরে আরও মানুষকে যুক্ত করে কিভাবে ফাংশন করা যায় সেটা নিয়েও কাজ করবো।’